বুধবার ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
বুধবার ২ জুলাই ২০২৫
এক হারে আর্জেন্টিনার একাদশে এলো চার বদল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৭ নভেম্বর, ২০২২, ১২:১৮ AM

গত কয়েক বছর ধরে একটু একটু করে আর্জেন্টিনা দলটাকে গড়ে তুলেছেন লিওনেল স্কালোনি। একাদশও ছিল প্রায় কাছাকাছি।

তবে বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে যায় আলবিসেলেস্তেরা। ৩৬ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপে আসা দলের জন্য এমন হার এসেছে বড় ধাক্কা হয়ে।

একাদশেও তাই এলো বড় রদ বদল। সৌদি ম্যাচের একাদশে থাকা চার ফুটবলরাকে মেক্সিকোর বিপক্ষে রাখেননি আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি। সেন্টার ব্যাকে অনুমিতভাবেই ক্রিস্তিয়ান রোমেরার জায়গায় এসেছেন লিসান্দ্রো মার্তিনেস।

এর বাইরে ফুলব্যাক পজিশনে নিকোলাস তাগ্লিয়াফিকো বাদ পড়েছেন। তার জায়গা নিয়েছেন মার্কোস আকুনা। সেন্ট্রাল মিডফিল্ডে দলের সঙ্গে দীর্ঘদিন ধরে থাকা লিয়ান্দ্রো পারেদেসও নেই মেক্সিকোর বিপক্ষে, তার জায়গায় খেলবেন গুইদো রদ্রিগেস। নিকোলাস গঞ্জালেসের বদলে শুরু করবেন ম্যাক অ্যালিস্তার।

মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার একাদশ :

এমিলিয়ানো মার্তিনেস
গনসালো মন্তিয়েল, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেস, মার্কোস আকুনা
রদ্রিগো দি পল, গুইদো রদ্রিগেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্তার
দি মারিয়া, লাউতারো মার্তিনেস, লিওনেল মেসি

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত