বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫ ১৯ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫
সাংবাদিকতায় নতুন ধারা সৃষ্টি করেছেন জগলুল : আব্দুল মোমেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ৭:২৫ PM
পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন বলেছেন, জগলুল একজন জ্ঞানী এবং বিচক্ষণ সাংবাদিক ছিলেন। তিনি যথাযথ তথ্য সংগ্রহ করে রিপোর্ট তৈরি করতেন। এ উপমহাদেশ সম্পর্কে গভীর আগ্রহ থাকায় তিনি বাংলাদেশ এবং ভারতের কূটনৈতিক সম্পর্ক নিয়ে বিশেষজ্ঞ হয়ে উঠেছিলেন।

তিনি বলেন, জগলুল বাংলাদেশের সাংবাদিকতায় একটা নতুন ধারা সৃষ্টি করে গেছেন। তিনি কখনো কাউকে অসম্মান করতেন না। আমি কাছ থেকে তার লেখালেখি দেখেছি। তার লেখার বিশেষত্ব হচ্ছে, সঠিক তথ্যটা তুলে ধরা।আজকের সময়ের সাংবাদিকদের উচিত জগলুলকে অধ্যয়ন করা। কারণ অনেকেই সঠিকভাবে না জেনে লেখা প্রকাশ করে। 

মঙ্গলবার (২৯ নভেম্বর) রাজধানীর প্রেস ক্লাবে সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরী স্মৃতি ট্রাস্ট আয়োজিত জগলুল আহমেদ চৌধুরী-এর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকায় যখন ছিলাম, তখন বেশ কয়েকজন বিদেশি সাংবাদিকের সঙ্গে আমার পরিচয় ছিল। প্রায় সময়ই আমি দেখতাম,তারা পড়াশোনা করছে। কোথাও গেলে সে স্থানকে নিয়ে পড়ছে। কোনো বিষয়ে প্রতিবেদন লিখলে সে বিষয় নিয়ে পড়ছে। জগলুলের মধ্যে আমি সে প্রবণতা দেখেছি। যা সাংবাদিকতার অন্যতম একটা গুন।

তিনি বলেন, জগলুলের মৃত্যুটা মর্মান্তিক। দুটো বিষয় এখান থেকে শিক্ষণীয়। প্রথমটা হলো, চলন্ত বাস থেকে না নামা। এটি আইন করে বন্ধ করা উচিত। আর দ্বিতীয়ত, বর্তমান সাংবাদিকরা যেন জগলুলের মতো সঠিক সাংবাদিকতা করে, সে বিষয়টি নিশ্চিত করা। সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের সভাপতিত্বে স্মরণ সভায় উপস্থিত ছিলেন ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের সম্পাদক প্রমুখ।

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত