মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
আ.লীগ-বিএনপি ক্ষমতার জন্য সন্ত্রাসের পথ বেছে নিয়েছে : চুন্নু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ৮:০৫ PM
আওয়ামী লীগ আর বিএনপি ক্ষমতার জন্য সন্ত্রাসের পথ বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মো মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, দেশের মানুষ এখন আতঙ্কে আছে। মানুষ মুক্তির জন্য জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে।  

বুধবার (২৯ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় ছাত্র সমাজের জাতীয় সম্মেলনে এসব কথা বলেন তিনি। জাপা মহাসচিব আরও বলেন, বাংলাদেশে ৫ কোটি মানুষ বেকার, তাদের নিয়ে আওয়ামী লীগ বিএনপির কোনো চিন্তা নেই। তাদের চিন্তা ক্ষমতায় থাকা নিয়ে।

জাতীয় পার্টি কোনো জোটে নেই দাবি করে চুন্নু বলেন, জাতীয় পার্টি ৩০০ আসনেই নির্বাচন করতে প্রস্তুতি নিচ্ছে। জাতীয় পার্টি কখনও ছাত্র সমাজকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি বানাবে না উল্লেখ করে চুন্নু বলেন, হরতালের নামে ছাত্র সমাজকে মৃত্যুর দিকে ঠেলে দেবে না জাতীয় পার্টি।

জাতীয় ছাত্র সমাজের সভাপতি ইব্রাহিম খান জুয়েলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আল মামুনের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য রাখেন জাপার চেয়ারম্যানের উপদেষ্টা ড. নুরুল আজহার শামীম, মনিরুল ইসলাম মিলন, নূরুল ইসলাম তালুকদার, অ্যাডভোকেট জহিরুল হক জহির, ভাইস-চেয়ারম্যান নিগার সুলতানা রানী প্রমুখ।

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত