শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
০-২ গোলে এগিয়ে আর্জেন্টিনা
ম্যারাডোনার রেকর্ডকে ছাড়িয়ে গেলেন মেসি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২, ২:৩১ AM
টানা ৩৬ ম্যাচ জিতে বিশ্বকাপের আসরে পা রাখা আর্জেন্টিনা শুরুতেই হোঁচট খেয়েছে। প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে অবিশ্বাস্য হারের পর তাদের পার করতে হচ্ছে কঠিন একটা সময়। দ্বিতীয় ম্যাচে জয় পেলেও নক আউট পর্বে জায়গা করে নিতে হলে আজ তৃতীয় ম্যাচে তাদের পোল্যান্ডকে হারাতেই হবে। ড্র করলে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের দিকে, আর হারলে তো স্বপ্ন ভেঙে চুরমার। তবে স্বপ্নভঙের বেদনা নিয়ে নিশ্চয়ই দেশে ফিরে যেতে চাইছেন না দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তাইতো দোহার ৯৭৪ স্টেডিয়ামে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নেমেছে আলবিসেলেস্তেরা। আর মাঠে নেমেই দলের বড় তারকা লিওনেল মেসি এককভাবে রেকর্ডের অধিকারী হলেন। ছাড়িয়ে গেছেন আরেক প্রয়াত গ্রেট দিয়েগো ম্যারাডোনাকে।

আগের ম্যাচে ৮৬ বিশ্বকাপ জয়ী প্রয়াত দিয়েগো ম্যারাডোনাকে স্পর্শ করেছিলেন মেসি। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ২১টি ম্যাচ খেলার রেকর্ডটি এককভাবে ছিল ম্যারাডোনার। পোল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে তৃতীয় ম্যাচ খেলতে নেমে মেসি এখন এককভাবে সেই রেকর্ড নিজের করে নিয়েছেন। দলের হয়ে ২২টি ম্যাচ খেলার রেকর্ড যে কারও নেই।

আর বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলার অধিকারী হতে হলে অনেক পথ পাড়ি দিতে হবে। যেই রেকর্ডটি আছে শুধুমাত্র জার্মানির লোথার ম্যাথিউসের, ২৫টি ম্যাচ খেলার অভিজ্ঞতা এই সাবেক ডিফেন্ডারের। সেক্ষেত্রে আর্জেন্টিনাকে ফাইনাল খেলতে হবে। তবে ফাইনালে যেতে না পারলেও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ থাকবে, সেখানে থাকবে নতুন রেকর্ড গড়ার সুযোগ। আর মেসি চাইবেন দল যেন জিতুক। একের পর এক সাফল্য পেলেই যে নতুন করে গড়া রেকর্ডটি নিজের করে নিতে পারবেন।

বাবু/এসআর 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত