সোমবার ১৪ জুলাই ২০২৫ ৩০ আষাঢ় ১৪৩২
সোমবার ১৪ জুলাই ২০২৫
ঈশ্বর এবার ন্যায়বিচার করবেন : মেসির মা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২, ১০:০৬ PM আপডেট: ০১.১২.২০২২ ১০:১০ PM

ক্লাব পর্যায়ে সব শিরোপাই জিতেছেন। কিন্তু জাতীয় দলের জার্সি গায়ে বিশ্ব আসরে লিওনেল মেসি এখনো ব্যর্থ। চুমু আঁকতে পারেননি সোনালি ট্রফিতে। মেসির জন্য বিষয়টি আক্ষেপের। সঙ্গে চরম দুঃখেরও। মেসির ব্যথাটা ভালোমতো অনুধাবন করতে পারছেন তার মা সেলিয়া মারিয়া কুকসিতিনি।

তবে মায়ের বিশ্বাস বিশ্বকাপে এবার সেরা হবে মেসি। ঈশ্বর ন্যায়বিচার করবেন এবার। পোল্যান্ডের বিরুদ্ধে আর্জেন্টিনার মাঠে নামার আগে মেসিকে নিয়ে এসব কথা বলেন তিনি।


তার মতে, এত সাফল্যের পরও মেসি সমালোচিত হন বিশ্বকাপ ট্রফি জিততে না পারায়। ছেলে কষ্ট মাকেও পোড়ায় রীতিমতো। মেসির মা বলেন, ‘ও যে কত কষ্ট করেছে, তা আমি বলে বোঝাতে পারব না। ম্যাচের পর ম্যাচ জিততে অনেক পরিশ্রম করেছে সে। চেষ্টা করেছে নিজেকে নিংড়ে দিতে। ওসব বলতে গেলে আমাকে সাহিত্যিক হতে হবে।’

তার বিশ্বাস এবার মেসির প্রতি ন্যায়বিচার করবেন ঈশ্বর। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, ঈশ্বর এত নিষ্ঠুর হতে পারেন না। বিশ্বাস করি, এবার অন্তত লিও সেরা হবে। বিশ্বাস করি, এবার অন্তত লিওকে ন্যায়বিচার দেবেন ঈশ্বর।’

মেক্সিকোর বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচে প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে মেসির গোল। তারপর ফার্নান্দেজের গোল। এ প্রসঙ্গে মেসির মা বলেন, ‘অমন কঠিন প্রথমার্ধের পর ছেলেরা যা খেলল, ওটাই মোমেন্টাম দিয়ে দেবে। আমরা গ্রুপ শীর্ষে থেকে নকআউটে যাব। শেষটাও করব এভাবেই।’


মায়ের কথা সত্যি হয়েছে। পোল্যান্ডকে হারিয়েই মেসির আর্জেন্টিনা পৌঁছে গেছে নকআউট পর্বে। আর মাত্র ৪টি ম্যাচ। টপকাতে পারলেই নিজের ছেলের হাতে সোনালি ট্রফিটা দেখতে পাবেন সেলিয়া মারিয়া।


বাবু/এসআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত