বিশ্বকাপের নকআউট পর্বের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ফ্রান্স ও পোল্যান্ড। আল থুমামা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হয়েছে ম্যাচটি। যা সরাসরি দেখা যাচ্ছে বিটিভি, গাজী টিভি ও টি স্পোর্টসে।
ফ্রান্সের একাদশ:
হুগো লরিস, ডেওট উপমেকানো, রাফায়েল ভারানে, থিও হার্নান্দেজ, জুলেস কাউন্ডে, আঁতোয়ান গ্রিজমান, অ্যাড্রিয়েন র্যাবিওট, অরেলিয়ান চৌমেনি, অলিভার জিরোড, কিলিয়ান এমবাপে ও ওসমান দেম্বেলে।
পোল্যান্ডের একাদশ:
সেজেসনি, কামিল গ্লিক, জাকুব কিভিওর, বারতোস বেরেসজিনস্কি, ক্রাইচোয়াক, সেবাস্তিয়ান জাইমানস্কি, প্রজেমিস্লা ফ্রাঙ্কোস্কি, ম্যাটি ক্যাশ, রবার্ট লেভান্ডোফস্কি, জ্যাকুব কামিনস্কি ও পিওতর জিলিনস্কি।
বাবু/এসআর