শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
শাকিব খানের কাছ থেকে কোনো আর্থিক সাপোর্ট নেইনি: বুবলী
বিনোদন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২, ১০:৫০ PM আপডেট: ০৪.১২.২০২২ ১০:৫৩ PM

শাকিব খানের সঙ্গে বিয়ে ও সন্তানের খবর প্রকাশ্যে আসার পর থেকেই সম্পর্ক ভালো যাচ্ছে না শাকিব খান ও বুবলীর। কিছুদিন ধরে পাল্টাপাল্টি মন্তব্য করছেন দুজনে। এসব মন্তব্যের ভেতরেই বুবলী এড়িয়ে চলছিলেন গণমাধ্যম। এবার গণমাধ্যম কর্মীদের এড়িয়ে চলার জবাব দিলেন বুবলী। শুধু তাই নয়, ভিডিও বার্তায় বুবলী জানালেন, তার সন্তানকে নিয়ে সংগ্রাম, শাকিব খানের সঙ্গে তার সম্পর্ক ও তার প্রতি অপু বিশ্বাসের অভিযোগের বিষয়ে।


বুবলীকে এক তরফা ভাবে দোষী করার বিষয়ে তিনি বলেন, ‘কোনো একটা ঘটনায় কেউ শতভাগ ভুল আবার কেউ শতভাগ নির্ভুল- এটা কি কখনো হয়? শতভাগ নির্ভুল- আসলে কতটা হয় আমি জানি না। ২০১৬ সালে আমি যখন শাকিব খানের সঙ্গে কাজ শুরু করি তখন ওনার আগের কোনো সম্পর্ক ছিল কিনা সেটা আমি জানতাম না। এমনকি পুরো বাংলাদেশের কেউই সেটা জানতো না।’


এদিকে গুঞ্জন রয়েছে, বুবলী শাকিব খানের নিকট থেকে প্রচুর পরিমাণে টাকা পয়সা নিয়েছেন। এ বিষয়ে বুবলী বলেন, ‘অনেকেই বলে থাকেন আমি শাকিব খানের কাছ থেকে প্রচুর পরিমাণে আর্থিক সুবিধা নিচ্ছি। এই ধারণাও সম্পূর্ণ ভুল। বিয়ের পর থেকে এমনকি আমার সন্তান জন্মের পর থেকে এখন পর্যন্ত কোনো আর্থিক সাপোর্ট আমি ওনার কাছ থেকে নিইনি। আমার সন্তানের বয়স প্রায় তিন বছরের কাছাকাছি, কিন্তু এ যাবৎ পুরোটা খরচ আমি নিজেই বহন করেছি।’


তিনি আরও বলেন, ‘আমেরিকাতে যখন আমি আমার বেবিকে নিয়ে সার্ভাইভ করেছি তখন ওখানে অনেক বড় একটা অর্থ খরচ করতে হয়েছে। প্রায় এক বছর সেখানে ছিলাম। সেখানে অনেক বড় একটা অর্থ খরচ হয়েছে। তার মধ্যে ১৫ হাজার ডলার তিনি (শাকিব) আমাকে দিয়েছিলেন বাকি ৩০ হাজার ডলার আমি নিজে বহন করেছি। এই অঙ্কটা বললাম, কারণ এটা নিয়েও অনেক কিছু হয়েছে। অনেক সময় ওকে গিফট করা বা শপিং করা সেগুলো আলাদা বিষয়। কিন্তু প্রতিনিয়ত আর্থিক সহায়তা আমি কখনো ওনার কাছ থেকে আমি নিইনি।’


উল্লেখ্য, ২০১৮ সালের ২০ জুলাই গোপনে বিয়ে করেন শাকিব খান ও শবনম বুবলী। ২০২০ সালের ২১ মার্চ তাদের ঘর আলো করে জন্ম নেয় পুত্রসন্তান বীর। কিন্তু সবকিছুই গোপন রেখেছিলেন তারা। এ বছরের ৩০ সেপ্টেম্বর বুবলী শাকিব খানের সঙ্গে বিয়ে ও সন্তানের খবর প্রকাশ্যে আনেন। আর তারপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে চলছে কানাঘোষা। শোনা যাচ্ছে ইতিমধ্যে বিচ্ছেদও হয়ে গেছে তাদের।


বাবু/এসআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত