বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
ঢাকা কলেজ কমিটির দাবিতে ছাত্রলীগ সভাপতি জয় অবরুদ্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২, ১১:৫৮ PM

কমিটি ঘোষণার দাবিতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়কে অবরুদ্ধ করে রেখেছেন ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। রোববার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় নিউমার্কেট এলাকায় জয়ের গাড়ি আটকে তাকে অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। 


তবে অবরুদ্ধ থাকার বিষয়টি অস্বীকার করেছেন আল নাহিয়ান খান জয়। তিনি বলেন, এই খবর সম্পূর্ণ গুজব। ঢাকা কলেজ ছাত্রলীগ দীর্ঘদিন ধরেই আন্দোলন সংগ্রামে সামনের সারিতে সম্পৃক্ত থাকে। তারা আজকে এখানে এসেছিল এবং ঢাকা কলেজ ছাত্রলীগের কমিটির বিষয়ে আমার সঙ্গে আলোচনা করেছে। বিষয়টি আমাদের প্রতিদিনের দেখা-সাক্ষাতের মতই। সুতরাং এখানে কেউ অবরোধের সুযোগ নেই। 


দীর্ঘ ৬ বছর ধরে কেন ঢাকা কলেজ ছাত্রলীগের কমিটি দেওয়া হয় না- এমন প্রশ্নের জবাবে আল নাহিয়ান খান জয় বলেন, আসলে আমরা দায়িত্ব নেওয়ার পর টানা দুই বছর করোনা সংক্রমণের মধ্য দিয়ে গেছে। ফলে ক্যাম্পাসও বন্ধ হয়ে ছিল। যার কারণে কমিটি দেওয়া সম্ভব হয়নি। তবুও আমরা কমিটি দেওয়ার চেষ্টা করছি।


বাবু/এসআর


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত