মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
ব্রাজিলকে ফেভারিট মানছেন মেসি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২, ২:২৭ PM

ইতোমধ্যেই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে কোয়ার্টার নিশ্চিত করেছে আর্জেন্টিনা।

এবার তাদের চোখ শিরোপায়। এবারের আসরে আর্জেন্টিনা এবং ব্রাজিলকে ফেভারিট মানা হচ্ছে। নিজেদের পাশাপাশি ব্রাজিলকেও ফেভারিট মানছেন আর্জেন্টাইন ফুটবল ম্যাজিশিয়ান লিওনেল মেসি।

নিজেদের পাশাপাশি ব্রাজিলকে ফেভারিট মেনে মেসি বলেন, ‘আর্জেন্টিনা এবারের বিশ্বকাপের ফেভারিট দলগুলোর মধ্যে অন্যতম। তবে এখনও বড় দল হিসেবে ব্রাজিল ফেভারিট। তারা ভালো খেলছে। ক্যামেরুনের বিপক্ষে হারলেও তারা দারুণ ছন্দে রয়েছে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে ক্যারিয়ারের ১০০০ তম ম্যাচ খেলতে নেমেছিলেন মেসি। গোল করে ছাড়িয়ে গেছেন ম্যারাডোনাকে। তবে এসব পরিসংখ্যান ম্যাচের আগে জানতেনই না বলে জানিয়েছেন মেসি। তিনি বলেন, ‘আমি ম্যাচের পরই জানতে পারি, এটি আমার হাজার তম ম্যাচ ছিল। আমি বর্তমানে থাকতে ভালোবাসি। দল হিসেবে যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, তাতে আমি খুশি। প্রতিটা মুহূর্ত উপভোগ করছি। কোয়ার্টার ফাইনালে যোগ্যতা অর্জন করতে পেরে ভালো লাগছে। আরও একটা ধাপ পেরোলাম।’

কঠিন ম্যাচ হলেও শেষ পর্যন্ত জয় তুলে নিতে পারায় দারুণ খুশি আর্জেন্টাইন অধিনায়ক, ‘একটা কঠিন ম্যাচ জিতলাম। সামনে আরও একটা কঠিন লড়াই অপেক্ষা করছে। বিশ্বকাপের এই পর্যায়ে কঠিন লড়াই হওয়াটাই স্বাভাবিক। তবে লক্ষ্য পূরণের পথে আরও একটা ধাপ এগোতে পেরে ভালো লাগছে।’

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত