বুধবার ২৩ জুলাই ২০২৫ ৮ শ্রাবণ ১৪৩২
বুধবার ২৩ জুলাই ২০২৫
এক আসরে ১০১ জুটির বিয়ে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২, ৬:০৮ PM
ভারতে একসঙ্গে ১০১ যুগলের বিবাহের আয়োজন করা হয়েছে। এতে হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের পাত্র-পাত্রীরা উপস্থিত ছিলেন। দেশটির পশ্চিম বঙ্গের বর্ধমান জেলার কাঞ্চননগরে এ গণবিবাহ অনুষ্ঠিত হয়।

রোববার বর্ধমান শহরের কাঞ্চন নগরে কঙ্কালেশ্বরী কালী মন্দির মাঠে এ নিয়ে ৯ বার এভাবে বিশাল আকারে গণবিবাহ উৎসব অনুষ্ঠিত হলো। বিয়ের আগে ১০১ জন বরকে নিয়ে বিশেষ শোভাযাত্রা হয়। অনুষ্ঠানের উদ্যোক্তা বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বলেন, অনেকেই আর্থিক কারণে আনুষ্ঠানিকভাবে মেয়ের বিয়ে দিতে পারে না। তাদের কথা মাথায় রেখে গত কয়েক বছর ধরে গণবিবাহের আয়োজন করা হচ্ছে।

বিয়ের অনুষ্ঠানে ছিল বরযাত্রী কনেযাত্রীদের আপ্যায়নের ব্যবস্থা। নবদম্পতিকে উদ্যোক্তাদের পক্ষ থেকে উপহারে ভরিয়ে দেওয়া হয়। এ ছাড়াও নবদম্পতিরা যাতে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পান তারও ব্যবস্থা করে দেওয়া হবে বলে জানান এই আয়োজনের উদ্যোক্তারা। 

বাবু/এসআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত