ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সোনাই নদীর মাটি অবৈধ ভাবে উত্তোলন করার দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩ লাখ টাকা অর্থদণ্ড জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের বীরপাশা এলাকায় রোলেক্স ব্রিকসে পানি উন্নয়ন বোর্ডের খননকৃত সোনাই নদীর মাটি অবৈধভাবে উত্তোলনকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইটভাটার মালিক মো. ফারুক মিয়াকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ১৫(১) অনুসারে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বিজয়নগর উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) মেহেদী হাসান খান(শাওন)। ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন। তাছাড়া ও ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
বাবু/জেএম