কাতার বিশ্বকাপে নক আউট পর্বের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে এক গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে জাপান। সোমবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় আল জানুব স্টেডিয়ামে মাঠে নামছে দু'দল।
খেলার শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে দু'দল। তবে গোলের দেখা পায় না কেউ। ম্যাচের ৪৩ মিনিটে ডেড লক ভাঙ্গে জাপান। শেষ পর্যন্ত এক গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে জাপান।
প্রথমার্ধে ৫৯ শতাংশ বলের দখল ছিল ক্রোয়েশিয়ার কাছে। ৪১ শতাংশ ছিল জাপানের। তবে শট নেওয়ার দিক দিয়ে দুটি দলই ছিল সমানে সমান। ক্রোয়েশিয়া ৩টি শট নেয়, জাপানও তাই। ক্রোয়েশিয়া অন টার্গেটে একটি শট নেয়। জাপানও নেয় একটি। ক্রোয়েশিয়া সেটা থেকে গোল না পেলেও জাপানের মায়েদা ঠিকই গোল আদায় করে নেন।
বাবু/এসআর