জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেছেন, ‘নেতিবাচক মনোভাব পরিহার করে বাংলাদেশের অপার সৌন্দর্যকে বিশ্বাবসীর সামনে তুলে ধরার জন্য পর্যটনের সাথে সংশ্লিষ্ট সকল অংশীজনকে একসাথে কাজ করতে হবে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি)-এর সম্মেলন কক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিষয়ের শিক্ষকদের নিয়ে আয়োজিত ‘পর্যটন খাতে দক্ষ মানবসম্পদ তৈরির কৌশল নির্ধারণ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন বিটিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবু তাহের মোহাম্মদ জাবের। উপ-পরিচালক রাহনুমা সালাম খানের সঞ্চালনায় উক্ত কর্মশালায় জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষক ড. মো. আনোয়ার হোসেন ভুঁঞা ‘ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি শিক্ষায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভূমিকা’ শীর্ষক আলোচনা উপস্থাপনা করেন। কর্মশালায় সভাপতিত্ব করেন স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মোহাম্মদ বিন কাশেম।
বাবু/জেএম