সমাবেশের স্থান চূড়ান্ত করতে বিএনপি নেতারা বৈঠকে বসেছেন। শাহজাহানপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসায় বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বৈঠক শুরু হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাংলাদেশ বুলেটিনকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠকের পর বিএনপির প্রতিনিধিদল মির্জা আব্বাসের বাসায় বৈঠকে বসেছেন।’
দায়িত্বশীল সূত্রে জানা যায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ইতোমধ্যে নিজেই কমলাপুর স্টেডিয়াম পরিদর্শন করেছেন। আর ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু বাংলা কলেজ পরিদর্শন করেন।
এদিকে বাংলা কলেজের মাঠ পরিদর্শন করেছে ডিএমপি। অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপস) একেএম হাফিজ আক্তার বলেন, ‘দুটা ভেন্যুর কথা বলা হয়েছে। দেখতে এসেছিলাম। আর কমলাপুরের মাঠতো পরিচিত। দুইটার একটাতেই সমাবেশ হবে।’
এ সময় প্রতিনিধি দলে ছিলেন মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জসীম উদ্দিন মোল্লাসহ ডিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।
বাবু/জেএম