শুক্রবার ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
শুক্রবার ৪ জুলাই ২০২৫
‘তিন শূন্য প্রতিশ্রুতি’ বাস্তবায়নে থ্রি-জিরোস অ্যাকশন নেটওয়ার্ক
কামাল হোসেন
প্রকাশ: রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২, ৬:৪৭ PM
পরিবার পরিকল্পনার ক্ষেত্রে অপূর্ণ চাহিদা শূন্যতে নিয়ে আসা, শূন্য মাতৃমৃত্যু হার এবং যৌন ও জেন্ডারভিত্তিক নির্যাতন এবং ক্ষতিকারক চর্চা নির্মূলের (তিন শূন্য প্রতিশ্রুতি) লক্ষ্যে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) কৌশলগত অংশীদারিত্বে থ্রি-জিরোস অ্যাকশন নেটওয়ার্কের যাত্রা শুরু হয়েছে।

রোববার (১১ ডিসেম্বর) দুপুরে রাজধানী ধানমন্ডির পিপিআরসি কার্যালয়ে এক অনুষ্ঠানে সমন্বিত এই কার্যক্রমের যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জনসংখ্যা লক্ষ্যমাত্রায় বাংলাদেশের উল্লেখযোগ্য উন্নতি রয়েছে, কিন্তু এর সঙ্গে জটিল কিছু চ্যালেঞ্জও রয়েছে। বিশেষ করে বাল্যবিবাহের উচ্চ হার, কিশোরী গর্ভাবস্থা এবং লিঙ্গভিত্তিক সহিংসতার পাশাপাশি মাতৃমৃত্যু ও প্রজনন স্বাস্থ্য অন্যতম। এমনকি এসব প্রতিশ্রুতি সরাসরি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে পরস্পর সম্পর্কিত।

বাবু/জেএম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত