বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
ওয়ানডে র‍্যাংকিংয়ে শীর্ষে সাকিব, তিনে মিরাজ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২, ৭:৩১ PM
ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জয়ের নায়ক ছিলেন মেহেদী হাসান মিরাজ। সেটার পুরস্কারও হাতেনাতে পেলেন তিনি। প্রথমবার ওয়ানডে র‍্যাংকিংয়ে অলরাউন্ডারের মধ্যে শীর্ষ তিনে উঠে এসেছেন ২৫ বছর বয়সী মিরাজ।

বুধবার আইসিসি প্রকাশিত সাপ্তাহিক র‍্যাংকিংয়ের হালনাগাদ থেকে এতথ্য জানা যায়। ওয়ানডের অলরাউন্ডার র‍্যাংকিংয়ে আগে থেকেই এক নম্বরে ছিলেন সাকিব। তার রেটিং পয়েন্ট ৩৮৯। এবার তার কাছাকাছি এলেন মিরাজ। বাংলাদেশের দুজনের মাঝে রয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নাবি। তার পয়েন্ট ৩১০।

ভারতের বিপক্ষে সিরিজ জয়ে তিন ম্যাচে ব্যাট হাতে ১৪১ রান ও বল হাতে ৪ উইকেট নিয়েছেন মিরাজ। প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার দেয়া ১৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে হারতে বসেছিল বাংলাদেশ। প্রায় হারা ম্যাচে শেষ উইকেটে মুস্তাফিজুর রহমানকে নিয়ে ৫১ রানের জুটি গড়েন মিরাজ। ৩৯ বলে তার ব্যাট থেকে আসে লড়াকু ৩৮ রান। সেই সুবাদে প্রথম ম্যাচে এক উইকেটে জিতে টাইগাররা। ওই ম্যাচে মিরাজ বল হাতে নিয়েছিলেন এক উইকেট।

দ্বিতীয় ম্যাচে দ্বিগুণ তেজে জ্বলে উঠেন মিরাজ। তার হার না মানা ইনিংসে ভর করে ২৭১ রানের সংগ্রহ পায় টাইগাররা। মিরাজ ৮৩ বলে করেন ১০০ রান। জবাব দিতে নেমে নির্ধারিত ওভার শেষে ২৬৬ রান করতে সক্ষম হয় ভারত। মিরাজ নেন ২ উইকেট। বাংলাদেশ জয় পায় ৫ রানে। প্রথম ম্যাচের মতো এ ম্যাচেও সেরা খেলোয়াড় হন মিরাজ। সেই ম্যাচের পর ক্যারিয়ার সেরা ২৯৫ রেটিং পয়েন্ট অর্জন করেছিলেন তিনি।

তবে তৃতীয় ও সবশেষ ম্যাচে মিরাজ অবশ্য জ্বলে উঠতে পারেননি। বল হাতে এক উইকেট নেয়ার পর ব্যাট হাতে করেন মাত্র ৩ রান। এতে তার রেটিং পয়েন্ট কিছুটা কমেছে। এখন তার রেটিং পয়েন্ট ২৮৪। এছাড়া ওয়ানডেতে বোলিং র‌্যাংকিংয়ে একধাপ করে এগোনো সাকিব ও মুস্তাফিজ আছেন বোলারদের র‌্যাংকিংয়ে সেরা দশে। ৬৫২ রেটিং নিয়ে সাকিবের অবস্থান আটে, ৬৩৮ রেটিং নিয়ে মুস্তাফিজ আছেন নবম স্থানে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত