সারা রাত দিকবিদিক ছোটাছুটি করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশ (২৪)। তবে মৃত্যুর সেই রাতে তিনি নারায়ণগঞ্জের চনপাড়ায় যাননি।
সর্বশেষ তাকে যাত্রাবাড়ীতে দেখা গেছে। ফারদিন নূর পরশ অন্তর্মুখী ছিল। সবার সঙ্গে সব কিছু শেয়ার করতে পারতো না। হতাশা থেকে সে আত্মহত্যা করেছে বলে প্রতীয়মান হচ্ছে।
বুধবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ৬টার দিকে নিজ কার্যালয় একথা বলেন ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ প্রধান অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ।
বাবু/এসআর