রাজধানীর রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেও শ্রদ্ধা নিবেদন করেন তারা।
বুধবার (১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমদ, সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন, সাবেক সহ-সভাপতি শওকত শাহীন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক মহিলা সম্পাদক হালিমা আক্তার লাবন্য ও দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেনসহ আরও অনেকে।
বাবু/জেএম