বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
বিদেশিরা চায় তাদের ধ্যান-ধারণা অন্য দেশেও অনুসরণ করবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২, ১২:১৩ AM

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমরা গোলামির মতো অবস্থায় নাই, সেজন্য তারা (বিদেশিরা) আমাদের বেশি প্রেসার দেয়। তারা চায় তাদের ধ্যান-ধারণা অন্য দেশেও অনুসরণ করবে। ওরা মনে করে তাদের মডেলই ঠিক, ওটাই তারা আরোপ করতে চায়। আমরা সেই ইমপোজিশনে নাই।


সোমবার (১৯ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।


পশ্চিমারা সরকারের বিরুদ্ধে একটা সফট ক্যাম্পেইন করছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মোমেন বলেন, না, তাদের নিজেদের ধ্যান-ধারণা আছে। সে ধ্যান-ধারণা মনে করে অন্য দেশও ফলো করবে। আমরা জাতিসংঘে প্রায়ই বলি, একই মডেল সব জায়গায় গ্রহণযোগ্য নয়। কান্ট্রি টু কান্ট্রি মডেল ভেরি করে। ওরা মনে করে তাদের যে মডেল ওটাই ঠিক।


পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রথমত অনেকের অবিশ্বাস বাংলাদেশ এত ভালো করল কেমনে? ভালো করছে সুতরাং ওদের দাবিয়ে রাখ। আর দাবিয়ে রাখতে হলে ওখানে কিছু সমস্যা তৈরি করতে হবে, অস্থিরতা সৃষ্টি করতে হবে। এরা ভালো করছে এদের আটকাও। এটা মজ্জাগত সমস্যা। এটাতো নতুন না হিস্টরিক্যাল। আর এর সঙ্গে কিছু কিছু দেশীয় লোক একসঙ্গে যোগ দেয়। তারা সঙ্গে কিছু লোকজন নিয়ে আমাদের প্রেসার দেয়। তাদের (দেশীয়দের) কিছু লক্ষ্য থাকে।


বাবু/এসআর


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত