চলমান অর্থনৈতিক সংকটে ব্যয় সংকোচন নীতি গ্রহণ করেছে সরকার। যার চিত্র ফুটে উঠেছে সরকারের উন্নয়ন প্রকল্পগুলোতে। গত নভেম্বর মাস পর্যন্ত এসব প্রকল্পে মোট বরাদ্দের মাত্র ১৮ দশমিক ৪১ শতাংশ অর্থ ব্যয় হয়েছে। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় দশমিক ২০ শতাংশ কম।
বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র বলছে, চলতি অর্থবছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে ৪৭ হাজার ১২২ কোটি টাকা। এ বছর এডিপিতে বরাদ্দ ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা। অর্থাৎ বরাদ্দের তুলনায় বাস্তবায়ন ১৮ দশমিক ৪১ শতাংশ।
গত ২০২১-২২ অর্থবছরের একই সময়ে তা ছিল ১৮ দশমিক ৬১ শতাংশ। তার আগের অর্থবছরের একই সময়ে বাস্তবায়নের হার ছিল সর্বোচ্চ ১৭ দশমিক ৯৩ শতাংশ। তবে গত অক্টেবরের তুলনায় এডিপি বাস্তবায়ন বেড়েছে। গত অক্টোবর পর্যন্ত বাস্তবায়ন ছিল ১২.৬৪ শতাংশ। যা গত পাঁচ অর্থবছরের তুলনায় সর্বনিম্ন।
এ ছাড়া একক মাস হিসেবে শুধু নভেম্বরে মন্ত্রণালয় ও বিভাগগুলো প্রকল্প বাস্তবায়নে খরচ করেছে ৫ দশমিক ৭৭ শতাংশ। এ মাসে সরকারি বিভিন্ন প্রকল্পে বাজেট বাস্তবায়ন হয়েছে ১৪ হাজার ৭৬৪ কোটি টাকা। এর আগের বছরের নভেম্বরে বাস্তবায়ন ছিল ৫ দশমিক ৫৫ শতাংশ। অর্থাৎ একক মাস হিসেবে গত বছরের তুলনায় বাস্তবায়ন বেড়েছে।
এডিপির তথ্য বিশ্লেষণে দেখা যায়, নভেম্বর পর্যন্ত সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান সরকারের অর্থ খরচ করেছে ২৭ হাজার ৪৪৯ কোটি টাকা। যা বরাদ্দের ১৮ দশমিক ৪২ শতাংশ। বিদেশি অর্থ খরচ করেছে ১৭ হাজার ৭০৯ কোটি টাকা, যা মোট বরাদ্দের ১৯ দশমিক ২৯ শতাংশ। এ ছাড়া বাকি অর্থ খরচ হয়েছে প্রতিষ্ঠানগুলোর নিজস্ব তহবিল থেকে। তা ১ হাজার ৯১৪ কোটি টাকা, যা মোট বরাদ্দের ১৯ দশমিক ৩৭ শতাংশ।
এ বছরে মন্ত্রণালয় ও বিভাগগুলোর মোট প্রকল্প সংখ্যা ১ হাজার ৪৯৬টি। এর মধ্যে মূল প্রকল্প ১ হাজার ৪৪১টি, উপ-প্রকল্প ৪৬টি এবং উন্নয়ন সহায়তা থোক ৯টি। এ প্রকল্পগুলোর মধ্যে কারিগরি সহায়তা প্রকল্প ১০৬টি, বিনিয়োগ প্রকল্প ১ হাজার ২৯৬টি।
-বাবু/এ.এস