বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশের মানুষের রায় হচ্ছে তারা এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। তাই আমাদের ১০ দফা দাবি পূরণ করতে হবে। এই স্বৈরাচারী সরকার আপসে তা মেনে নেবে না। তাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘ফয়সালা হবে রাজপথে।’
শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে বিএনপি ঘোষিত ১০ দফা দাবি আদায়ে চট্টগ্রাম নগরের ওয়াসা মোড়ে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত গণমিছিলের পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে শনিবার দুপুর একটা থেকে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন, থানা থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। সমাবেশ শেষে গণমিছিলটি ওয়াসা মোড় থেকে শুরু হয়ে আলমাস, কাজীর দেউরী, নুর আহমেদ সড়ক, লাভলেইন, জুবলী রোড় হয়ে তিন পুলের মাথায় গিয়ে শেষ হয়।
বাবু/এসআর