তাইওয়ানের প্রতি নিজের সামরিক শক্তির সরাসরি জানান দিয়ে চলেছে চীন। গত ২৪ ঘণ্টায় এই দ্বীপ ভূখণ্ডটির দিকে ৭১টি যুদ্ধবিমান এবং সাতটি জাহাজ পাঠিয়েছে এশিয়ার পরাশক্তি এই দেশটি। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার (২৬ ডিসেম্বর) এই তথ্য জানায়।
মূলত গত শনিবার যুক্তরাষ্ট্রের বার্ষিক প্রতিরক্ষা ব্যয় সংক্রান্ত বিলে তাইওয়ান-সম্পর্কিত বিধানগুলো নিয়ে চীন ক্ষোভ প্রকাশ করার পরে বেইজিংয়ের সামরিক শক্তি প্রদর্শনের এই ঘটনা ঘটল। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি।
তাইওয়ান ইস্যুতে বছরজুড়ে উত্তেজনা ছড়িয়েছে বারবারই। পূর্ব এশিয়ার এই দ্বীপ ভূখণ্ডটিতে যুক্তরাষ্ট্রের তৃতীয় শীর্ষ ক্ষমতাধর রাজনীতিকের সফর এবং এর জেরে ভূখণ্ডটির চারপাশে চীনের জোরালো সামরিক মহড়ায় উত্তেজনার পারদ ছিল অনেক ওপরে।
আর এরই জেরে তাইওয়ানের আশপাশে প্রায়ই যুদ্ধবিমান ও জাহাজ পাঠিয়ে চলেছে চীন। অবশ্য চীনের হাতে স্ব-শাসিত তাইওয়ানের সামরিক হয়রানি সাম্প্রতিক বছরগুলোতে অনেক বেড়েছে এবং কমিউনিস্ট পার্টির পিপলস লিবারেশন আর্মি প্রায় প্রতিদিনই দ্বীপটির দিকে বিমান বা জাহাজ পাঠাচ্ছে।
এপি বলছে, রোববার সকাল ৬ টা থেকে সোমবার সকাল ৬ টার মধ্যে চীনা যুদ্ধবিমানগুলোর মধ্যে ৪৭টি বিমান তাইওয়ান প্রণালীর মাঝামাঝি অতিক্রম করেছে বলে জানিয়েছে তাইওয়ানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। মূলত তাইওয়ান প্রণালীই চীন-তাইওয়ানের মধ্যে অনানুষ্ঠানিক এবং উভয় পক্ষের স্বীকৃত সীমানা বলে পরিচিত।
বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |