শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
পাকিস্তানের রাজধানীতে সম্ভাব্য হামলার সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২, ৫:১৬ PM

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সম্ভাব্য হামলার সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাস এই সতর্কবার্তা দেয়। অবশ্য দুইদিন আগেই পাকিস্তানের রাজধানীতে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে এবং এরপর থেকে শহরটি ইতোমধ্যেই সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।


সোমবার (২৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদে মার্কিন দূতাবাস তার কর্মীদের শহরের একটি শীর্ষস্থানীয় হোটেলে আমেরিকানদের ওপর সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করেছে।


রোববার দূতাবাস থেকে দেওয়া নিরাপত্তা সতর্কতায় বলা হয়েছে, ‘অজ্ঞাত ব্যক্তিরা সম্ভবত ছুটির সময়ে ইসলামাবাদের ম্যারিয়ট হোটেলে আমেরিকানদের ওপর হামলা করার পরিকল্পনা করছে’ বলে মার্কিন সরকার তথ্য পেয়েছে।


আর তাই ওই নিরাপত্তা নির্দেশনায় মার্কিন দূতাবাসের স্টাফ এবং অন্যান্য নাগরিকদের ক্রিসমাসের ছুটিতে ইসলামাবাদের জনপ্রিয় এই হোটেলে যাওয়া নিষিদ্ধ ঘোষণা করে। এছাড়া ছুটির মৌসুমে ইসলামাবাদে অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার জন্য সকল কর্মীদের প্রতি আহ্বানও জানিয়েছে মার্কিন এই মিশন।


গত শুক্রবার ইসলামাবাদের একটি আবাসিক এলাকায় আত্মঘাতী বোমা হামলার পর দূতাবাসের এই নির্দেশনা সামনে এলো। ওই হামলায় একজন পুলিশ কর্মকর্তা নিহত এবং ১০ জন আহত হয়। পুলিশ টহল চলাকালীন তল্লাশির জন্য একটি ট্যাক্সি থামানোর পর ওই বিস্ফোরণটি ঘটে।


বাবু/এসআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত