সাবেক ফুটবলারদের সংগঠন সোনালী অতীত ক্লাব। সেই ক্লাবের দেশের বিভিন্ন জেলাতেও রয়েছে শাখা। দেশের বিভিন্ন জেলার সাবেক ফুটবলারদের নিয়ে আগামীকাল থেকে শুরু হচ্ছে তিন দিন ব্যাপী টুর্নামেন্ট। মোহাম্মদপুরের শারীরীক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠেয় কনফিডেন্স গ্রুপ মাস্টার্স কাপ ফুটবল টুর্নামেন্টে দেশের ১৩টি জেলা শাখার সোনালী অতীত ক্লাব অংশ নিচ্ছে।
এই টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সাবেক জাতীয় তারকা শেখ মো. আসলাম। তিনি টুর্নামেন্ট সম্পর্কে বলেন, ‘এখানে যারা খেলবেন, তারা সবাই ৪০ বছরের উর্ধ্বে। তবে আমরা এই খেলার মাধ্যমে তরুণ সমাজকে উদ্বুদ্ধ করতে চাই।’ প্রত্যেক দলে ২০ জন করে ফুটবলার থাকবেন। খেলা হবে ৫০ মিনিটের।
দেশের আপামর জনতার প্রিয় খেলা ফুটবল। সে খেলাটি আজ ধুঁকছে। ফুটবলের যৌবনে যারা মাঠের নায়ক সেই তারকা ফুটবলাররাই এবার নিজ কাঁধে তুলে নিলেন তরুন সমাজকে ফুটবলের প্রতি আগ্রহী করে তুলতে।
বাবু/জেএম