সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
নড়াইলে নৌকাডুবিতে নিখোঁজ দু’জনের লাশ উদ্ধার
জান্নাতুল বিশ্বাস, নড়াইল
প্রকাশ: রবিবার, ১ জানুয়ারি, ২০২৩, ৪:৫২ PM

নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদীতে ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৪ জনের মধ্যে দুইজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় এই নিয়ে চার জনের লাশ উদ্ধার হলো। এখনও নিখোঁজ রয়েছে ২ জন।

রবিবার (১ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল লাবুর মরদেহটি উদ্ধার করে। উদ্ধারকৃত লাবু কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের বাবুপুর গ্রামের টুকু শেখের ছেলে। পরে দুপুর ১টা ২০ মিনিটের দিকে জোকর চর গ্রামের মতিয়ার শেখের ছেলে খানজে শেখ (৫৭) এর লাশ উদ্ধার করে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিখোঁজ দুইজন হলেন- কালিয়া উপজেলার বাহিরডাঙ্গা গ্রামের এনামুল মন্ডলের ছেলে রয়েল মন্ডল (২৮), এনামুল মন্ডলের বড় মেয়ে জামাতা ও কালিয়া গ্রামের মৃত খালেক শেখের ছেলে মাহমুদ শেখ (৪৩), এনামুল মন্ডলের বড় ভাইয়ের জামাতা।

উল্লেখ্য, নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদীতে গত শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাহিরডাঙ্গা খেয়াঘাট এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে। ঘটনার পরে স্থানীয়রা কালিয়া উপজেলার বাবুপুর গ্রামের আব্দুল জলিলের স্ত্রী  নাজমা বেগম ও তাদের ছেলে নাছিম শেখের লাশ উদ্ধার করে।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত