বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫ ১৯ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫
পারমাণবিক অস্ত্র ভাণ্ডার বাড়ানোর নির্দেশ কিমের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১ জানুয়ারি, ২০২৩, ৫:০৭ PM
উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন তার দেশের পারমাণবিক অস্ত্রের উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছেন। জানা গেছে, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে মোকাবিলায় এমন পদক্ষেপ গ্রহণ করেছে দেশটির সর্বোচ্চ নেতা। একইসঙ্গে তিনি নতুন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উন্নয়নেরও আদেশ দিয়েছেন।  খবর আল-জাজিরার।

রবিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে কিম জং উনের এ সম্পর্কিত একটি বিবৃতি প্রকাশিত হয়েছে। এর কয়েক ঘণ্টা আগে স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দেশটি। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানায়, ওয়ার্কার্স পার্টির এক বৈঠকে কিম অভিযোগ করে বলেছেন উত্তর কোরিয়াকে থামিয়ে দিতে ও একঘরে করে রাখার ষড়যন্ত্র করছে ওয়াশিংটন ও সিউল।

এ সময় কিম জং উন বলেন, বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে বা যুক্তরাষ্ট্রসহ অন্যরা যেভাবে আমাদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে তাতে উত্তর কোরিয়ার সামরিক সক্ষমতার প্রচেষ্টা আরও দ্বিগুণ করতে হবে। তিনি বলেন, কৌশলগত পারমাণবিক অস্ত্র অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফলে দেশের পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার বাড়ানোর নির্দেশ দিয়েছেন কিম।

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত