মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
বিবিএসের দিকে তাকিয়ে ইসি
নতুন নাকি পুরোনো সীমানায় সংসদ ভোট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১ জানুয়ারি, ২০২৩, ৫:২৫ PM আপডেট: ০১.০১.২০২৩ ৫:২৭ PM
চলতি বছরের ডিসেম্বর অথবা জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন আগের সীমানায় হবে নাকি নতুন সীমানায় হবে সেজন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) দিকে তাকিয়ে আছে নির্বাচন কমিশন (ইসি)।

কেননা জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের চূড়ান্ত প্রতিবেদন পেলে নির্বাচন আয়োজন করতে আর কোনো বাধা থাকবে না।  চলতি বা আগামী মাসেই জনশুমারির চূড়ান্ত প্রতিবেদন পাওয়া যাবে বলে নিশ্চিত করেছেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন।

রোববার (০১ জানুয়ারি) নির্বাচন ভবনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও সীমানা নির্ধারণের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান।  

তিনি বলেন, ডিসেম্বরের শেষে বা জানুয়ারি প্রথম সপ্তাহের মধ্যে সংসদ নির্বাচন করব। আমরা আশা করি আইন সংশোধনের বিষয়টিও আইন মন্ত্রণালয়ের কাছ থেকে কয়েকদিনের মধ্যে চলে আসবে। আইনমন্ত্রী বলেছেন যে কাজটা প্রায় শেষের পথে কয়েকদিনের মধ্যেই পাঠিয়ে দেবেন। এক্ষেত্রে আমরা ফেব্রুয়ারির মধ্যেই আইন সংশোধনের কাজ শেষ করতে পারব।

বাবু/এসআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত