জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে রায়পুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে রোববার (১ জানুয়ারি) বেলা ১১টার সময় উপজেলা জাতীয় পার্টির আয়োজনে রায়পুর পৌর জাতীয় পার্টি ও বিভিন্ন ইউনিয়ন-ওয়ার্ড ও যুব সংহতি রায়পুর উপজেলা শাখার নেতা-কর্মীদের অংশগ্রহনে একটি বিশাল বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে রায়পুর বাসটার্মিনালস্থ জাতীয় পার্টির কার্য্যালয়ে আলোচনা সভার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এসময় বক্তব্য প্রদান করেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হোসেন বাহার,সহ-সভাপতি ফিরোজ আলম, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান চোধূরী, পৌর জাতীয় পার্টির আহ্বায়ক বোরহান উদ্দিন ও যুব সংহতির নেতা জসিম উদ্দিনসহ অন্যান্যরা।
বাবু/জেএম