কালনী ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত মাহমুদুল হাসান (২৮) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল গ্রামের আবুচান মিয়ার ছেলে।
এ দুর্ঘটনায় আহত হয়েছেন একজন। আহত ইমন মিয়া (২০) একই গ্রামের মতিউর রহমানের ছেলে।
আজ রোববার (১ জানুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মুকুন্দপুর স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সাজিদ মিয়া জানান, আমরা কয়েকজন বন্ধু স্টেশনে বসে গল্প করছিলাম। এমন সময় ঢাকা থেকে আসা সিলেটগামী আন্তঃনগর কালনী ট্রেনে সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগলে ঘটনাস্থলেই এক যুবক মারা যান। মোটরসাইকেল থেকে ছিটকে পড়ায় প্রাণে বেঁচে যান ইমন। সাথে সাথে পুলিশের সহায়তায় তাদের ব্রাহ্মণবাড়িয়া (সদর) জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।আখাউড়া রেলওয়ে থানার ওসি আলীম হোসেন শিকদার এ দুর্ঘটনায় সত্যতা নিশ্চিত করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া (সদর) জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
-বাবু/এ.এস