রাজধানীর অদূরে পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হয়েছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৩। মেলার প্রবেশের গেটের উপরেই শোভা পাচ্ছে সদ্য চালু হওয়া স্বপ্নের মেট্রোরেলের আকৃতি। মূলত মেট্রোরেলকে ব্র্যান্ডিং করতেই মেট্রোরেলের আকৃতির দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য মেলার গেট সাজানো হয়েছে।
বাণিজ্য মেলা শুরু হওয়ার দ্বিতীয় দিনে এসে দেখা গেছে আন্তর্জাতিক বাণিজ্যে মেলার প্রধান ফটকে মেট্রোরেলের আকৃতি সম্মিলিত গেটে দাঁড়িয়েই দর্শনার্থীরা ছবি তুলছেন এবং তা মুহূর্তেই পোস্ট করে দিচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
এদিকে স্ত্রী ও শিশু সন্তানসহ বাণিজ্য মেলায় এসেছেন বেসরকারি চাকরিজীবী মাসুদুর রহমান। তিনি বলেন, আজ প্রথম দিনের মতো পূর্বাচলের বাণিজ্যে মেলায় এসেছি। টিকিট কেটে সামনে এসেই দেখলাম এবারের আন্তর্জাতিক বাণিজ্য মেলার গেটটি মেট্রোরেল দিয়ে সাজানো হয়েছে। ফলে এর সৌন্দর্য আরো বৃদ্ধি পেয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাণিজ্য মেলার গেটে মেট্রোরেলের আকৃতি দিয়ে সাজিয়ে একটি চমৎকার সিদ্ধান্ত নিয়েছে।
মেলায় গেটের দায়িত্বে থাকা টিকিট চেকার মোহসিন আলম বলেন, মেলায় দর্শনার্থীদের মধ্যে যারাই আসছেন তারাই প্রথমে মেট্রোরেলসহ গেটের সামনে দাঁড়িয়ে ছবি তুলে নিচ্ছেন।
বাবু/এসআর