সোমবার (২ জানুয়ারী) সকালে কেশরহাট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের গ্যালারীর উদ্বোধন ও কেশরহাট উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মোজাম্মেল হকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধক রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এবং রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল গ্যালারীর ভিওি প্রস্তুতের উদ্বোধন করেন এবং দোয়ায় অংশনেন।
উদ্বোধন শেষে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পবা ও মোহনপুর আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন।
বাবু/জেএম