শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
কক্সবাজারে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন
রাশেদুল ইসলাম, কক্সবাজার
প্রকাশ: সোমবার, ২ জানুয়ারি, ২০২৩, ৬:০০ PM
কক্সবাজারে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন 'উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়' শ্লোগানকে ধারণ করে জাতীয় সমাজসেবা দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে। কক্সবাজার জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে দিবসের বেলুন উড়িয়ে শুভ সূচনা হয়।

সোমবার (২ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।

জেলা সমাজসেবা কর্মকর্তা হাসান মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহিদ ইকবাল, ডিএসবি'র অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী, জেলা শিক্ষা কর্মকর্তা কবি মো. নাসির উদ্দিন, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, চেম্বার সভাপতি আবু মোরশেদ চৌধুরী খোকা, জেলা শিশু একাডেমির শিশু বিষয়ক কর্মকর্তা ছড়াকার আহসানুল হক, দৈনিক রূপালী সৈকত সম্পাদক ফজলুল কাদের চৌধুরী, প্রকৌশলী কানন পাল ও ব্যবসায়ী নেতা জেবর মুল্লুক প্রমুখ।

সমাজসেবার সার্বিক কার্যক্রম তুলে ধরেন সদর সমাজসেবা কর্মকর্তা মো. সফি উদ্দিন। কোরআন তেলাওয়াত হাফেজ আবদুল মাবুদ। অনুষ্ঠানে ক্ষুদ্রঋণ, হুইলচেয়ার, অনুদান ও সেলাই মেশিন বিতরণ করা হয়।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত