আসন্ন শীত মৌসুমে টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার গরীব ও দুস্থ শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
সোমবার (২ জানুয়ারি) সকালে কালিহাতী পৌরসভা কার্যালয়ে কালিহাতী পৌর মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শীতবস্ত্র বিতরণ করেন, স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন, কালিহাতী পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক তালুকদার ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।
বাবু/জেএম