জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির নেতারা।
আজ সোমবার টানা দ্বিতীয়বার নির্বাচিত সভাপতি ফরিদা ইয়াসমিন ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক শ্যামল দত্তের নেতৃত্বে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তারা।
এসময় অন্যান্যদের মধ্যে প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, বর্তমান সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, জাতীয় প্রেস ক্লাবের নবনির্বাচিত কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, সহ-সভাপতি রেজোয়ানুল হক রাজা যুগ্ম সম্পাদক আইয়ুব ভুঁইয়া ও আশরাফ আলী, ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহনাজ সিদ্দিকী সোমা, কল্যাণ সাহা, জুলহাস আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
বাবু/এসআর