সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
মাধবদীতে গৃহবধূর মরদেহ উদ্ধার
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩, ৭:৪০ PM
নরসিংদীর মাধবদীর সাবিনা (৩২) তিন সন্তানের জননী গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে আমদিয়া ইউনিয়নের বৈলাইন গ্রামে শশুড়বাড়ী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। 

নিহত পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর এলাকার নুরুজ্জামান মৃধার মেয়ে ও আমদিয়া ইউনিয়নের বৈলাইন গ্রামের মুসলিম এর ছেলে মাজহারুল হক হিমেলের স্ত্রী। 

নিহতের শাশুড়ী ও স্থানীয়রা জানায়,  নিহতের সিএনজি চালক স্বামী  হিমেল কাজ শেষে বাড়ি ফিরে রুমের দরজা-জানালা বন্ধ দেখে সাবিনাকে ডাকাডাকি করে। পরবর্তীতে কোনো সাড়া শব্দ না পাওয়ায় জানালা খুলে সাবিনাকে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে থানা পুলিশ এসে রুমের দরজার লক ভেঙে লাশ উদ্ধার করে।

মাধবদী থানার এসআই তানভীর আহমেদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত