মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
ইসরায়েলি গোয়েন্দার সঙ্গে ছবির বিষয়ে যা বললেন নুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩, ৮:০৩ PM
গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরের সঙ্গে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ-এর একজন সদস্যের একটি ছবি নিয়ে তোলপাড় শুরু হয়েছে। এ ছবি ঘিরে চলছে নানা আলোচনা। তবে এটি এডিট করা ছবি ও সংঘবদ্ধ চক্রের প্রোপাগান্ডা বলে দাবি করেছেন নুর ও তার দল গণঅধিকার পরিষদ।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় এ বিষয়ে কথা হয় বর্তমানে বিদেশে অবস্থানরত ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের।

ভাইরাল হওয়া ছবি প্রসঙ্গে নুর বলেন, ‘এটা একটা এডিট করা ছবি। আমি দেশের বাইরে এসেছি, এখানেও দলমত নির্বিশেষে মানুষের সতেজপূর্ণ গণজাগরণ দেখা যাচ্ছে। এটাকে নিয়ে সরকার ও তার দলের নেতাকর্মীরা বিভ্রান্তি ছড়াচ্ছে। আমাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছে। বলা হচ্ছে আমরা মোসাদের সঙ্গে মিটিং করেছি।’

নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘আমরা গণতান্ত্রিকভাবে ফ্যাসিবাদ, স্বৈরাচার পতনের আন্দোলন করছি। কোনো গোপন আঁতাত ও ষড়যন্ত্রের মাধ্যমে নয়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা রাষ্ট্র ক্ষমতায় যেতে চাই। এই ফ্যাসিবাদের পতন ঘটাতে চাই। এটা নতুন কিছু নয়, আমাদের উত্থানের শুরু থেকেই জামায়াত-শিবির, তারেক রহমান টাকা দিয়েছে, এই-সেই নানা ধরনের অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

সংঘবদ্ধ চক্রের প্রোপাগান্ডা উল্লেখ করে তিনি বলেন, ‘এই ঘটনার সংবাদের সোর্স হিসেবে যারা সংবাদ ছেপেছে, তারা আওয়ামী লীগের গুজব ও প্রোপাগান্ডার মেশিনদের পোস্ট থেকেই এই নিউজগুলো করেছে। তার মানে বোঝা যাচ্ছে যে, এটা সংঘবদ্ধ চক্রের প্রোপাগান্ডা। আমি খুব শিগগিরই দেশে এসে আরো স্পষ্ট বক্তব্য এবং প্রতিবাদ করব।’

বাবু/এসআর


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত