মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
ইউক্রেনকে নিঃশেষ করতে ড্রোন হামলা আরও দীর্ঘায়িত করছে রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩, ৭:৪৯ PM
ইউক্রেনকে নিঃশেষ করতে ড্রোন হামলা আরও দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এ কথা বলেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন, গোয়েন্দা প্রতিবেদনে দেখা যাচ্ছে মস্কো ইরানের তৈরি শাহেদ ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে।

এর আগে ডনবাসে রুশ সেনাঘাঁটিতে হামলা চালিয়ে কয়েকশ’ সেনাকে হত্যার দাবি করেছিল ইউক্রেন। যদিও রাশিয়ার হিসেবে সেই সংখ্যা মাত্র ৬৩। কিয়েভে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেছেন, ইউক্রেনকে রক্ষায় তারা সব ধরনের ব্যবস্থাই নেবেন। আর সন্ত্রাসীরা (রাশিয়া) পরাজিত হবে বলেই মনে করছেন জেলেনস্কি।

জেলেনস্কি আরও দাবি করেছেন, ইউক্রেনের সেনারা ২০২৩ সালের প্রথম কয়েক দিনেই ইরানের তৈরি ৮০টির বেশি ড্রোন ভূপাতিত করেছে।

সূত্র: বিবিসি

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত