বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
কালীগঞ্জে হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩, ৮:৩৪ PM
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অটোচালক সাহাদাত হোসেন হত্যা মামলায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া আসামিদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।

মঙ্গলবার দুপুরে লালমনিরহাট দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় দেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন-কালীগঞ্জ উপজেলার খালিসা মদাতী এলাকার আমিরুল হকের ছেলে মো. শামীম হাসান ওরফে শামীম মিয়া, আজিজার রহমানের ছেলে মো. সুজন আলী ওরফে সুজন মিয়া ও হাবিবুল্লাহ বাহার ওরফে হাদীর ছেলে মো. সোহাগ ইসলাম।

মামলা সূত্রে জানা যায়, এজাহারকারী মোছা. সাহিদা বেগমের ছেলে মো. সাহাদাত হোসেন বিগত ২০২০ সালের ২১ সেপ্টেম্বর বিকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বাইরে যায়। ওইদিন রাতে মো. সাহাদাত হোসেন বাড়ি না ফিরে আসায় তার মোবাইল ফোনও বন্ধ পায় তার পরিবার। পরে পরিবার জানতে পারে ঘটনার দিন বিকালে কালীগঞ্জ উপজেলার ভুল্লারহাট বাজার বাসস্ট্যান্ড থেকে আসামি মো. শামীম মিয়া ও সুজন মিয়াসহ অজ্ঞাতনামা ৩/৪ জন আসামি ভাড়ার কথা বলে সাহাদাত হোসেনকে অটোরিকশাসহ অজ্ঞাত স্থানে নিয়ে গেছে। পরে মুক্তিপণ চেয়ে না পেয়ে সাহাদত হোসেনকে হত্যা করে লাশ লুকিয়ে রাখে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত