রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
গভীর সমুদ্রে ট্রলারের ইঞ্জিন বিকল
বঙ্গোপসাগর থেকে ৮ দিন পর ১৫ জেলে উদ্ধার
রাশেদুল ইসলাম, কক্সবাজার
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩, ১১:৩৮ PM

কক্সবাজারের দক্ষিণে বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে আট দিন সাগরে ভেসে থাকা মাছ ধরার ট্রলার ‘নিশি পদ্মা’ থেকে ১৫ জেলেকে জীবিত উদ্ধার করেছে নৌবাহিনী। বুধবার (৪ জানুয়ারি) নৌবাহিনীর জাহাজ ‘অনুসন্ধান’ গভীর সমুদ্রে দায়িত্বে থাকাকালে জেলেদের উদ্ধার করে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। 


উদ্ধারকৃত জেলেরা হলেন- উসমান সরওয়ার (৩৮), মো. আবুল বাশার (৫৭), মো. কাওসার (৩৮), মো. জয়নাল আবেদীন (৩০), মো. আবদুর রহমান (২১), মো. তরিকুল ইসলাম (১৭), মো. সৈয়দ (১৯), মো. আনসার (২১), বদিউল আলম (৪২), দিদার ইসলাম (৩৫), মো. আরাফাত (২২), তরিকুল্লাহ (৬০), জহির আলম (৪০), মো. ইউসুফ (৪২) ও সালাহউদ্দিন (৩২)। 


জেলেদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে অধিকাংশই বাঁশখালী ও কুতুবদিয়ার স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে।


জানা গেছে,  ‘নিশি পদ্মা’ নামে মাছ ধরার ট্রলারটি গত ২৪ ডিসেম্বর বাঁশখালী থেকে ১৫ জন জেলে নিয়ে গভীর সমুদ্রে যায়। পথিমধ্যে গত ২৮ ডিসেম্বর গভীর সমুদ্রে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। পরবর্তীতে গত ৮ দিন যাবত ভাসমান অবস্থায় ট্রলারটি গভীর সমুদ্রে অবস্থান করছিল। অন্যদিকে নৌবাহিনীর জাহাজ ‘অনুসন্ধান’ গভীর সমুদ্রে জরিপ কাজে নিয়োজিত থাকাকালে গত ৪ জানুয়ারি ভাসমান অবস্থায় উক্ত ট্রলারটির অবস্থান শনাক্ত করে। পরে দ্রুততম সময়ে নৌবাহিনী ঘটনাস্থলে পৌঁছে ট্রলারটিকে জেলেসহ উদ্ধার করে।


উদ্ধারকৃত ১৫ জেলে ও তাদের ট্রলারটি কক্সবাজারের ইনানী সংলগ্ন জেটিতে নিয়ে ট্রলার মালিক মো. জসিম উদ্দিনের প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়।


বাবু/এসআর


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত