বরগুনার আমতলী থানা কুকুয়া ইউনিয়ন বিট পুলিশিং এর আয়োজনে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ জানুয়ারি) বিকেল ৪টার সময় উপজেলার কুকুয়া ইউনিয়নের মহিষকাটা বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। কুকুয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মিজানুর রহমান।
আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মতামত তুলে ধরেন জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, জনসাধারণ, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। সিসি ক্যামেরা স্থাপন, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, চাঁদাবাজি বিরোধী সমাজ গড়তে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহবান জানান।
ওপেন হাউজ ডে তে আরও উপস্থিত ছিলেন, আমতলী থানার ওসি (তদন্ত) রনজিৎ কুমার সরকার, কুকুয়া ইউনিয়ন বিট অফিসার এস আই আজিজুর রহমান, কুকুয়া ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান (১) মো. জহিরুল ইসলাম মাতুব্বর, ০৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য নিজাম মাতুব্বর ও ০৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোশাররফে হোসেন সহ ইউনিয়ন ও মহিষকাটা বাজারের ব্যক্তিগণ।
বাবু/জেএম