শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
প্রেসিডেন্টের বিব্রতকর ভিডিও প্রচার, দক্ষিণ সুদানের ৬ সাংবাদিক গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩, ৭:০১ PM
প্রেসিডেন্টের নিজেকে ‘ভিজিয়ে ফেলার’ ভিডিও ভাইরাল করার অভিযোগে দক্ষিণ সুদানের ৬ সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। 

বিভিন্ন মিডিয়া অধিকার সংগঠন দেশটির সরকারের কাছে আটক ওই সাংবাদিকদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন এবং ঘটনার বিষয়ে ওয়াকেবহাল সূত্রের বরাত দিয়ে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) জানিয়েছে, মঙ্গলবার জাতীয় নিরাপত্তা সার্ভিসের কর্মকর্তারা রাষ্ট্র পরিচালিত দক্ষিণ সুদান ব্রডকাস্টিং কর্পোরেশনের ওই কর্মীদের গ্রেপ্তার করেছেন।

নিউইয়র্কভিত্তিক সিপিজে শুক্রবার রাতে দেওয়া এক বিবৃতিতে বলেছে, ডিসেম্বরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ফুটেজে তাদের ভূমিকার বিষয়ে তদন্ত করা হচ্ছে। 
ইউটিউবে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গিয়েছিল, একটি সড়ক উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত প্রেসিডেন্ট সালভা কিরের প্যান্টের বাঁ দিকে ভেজা দাগ রয়েছে৷
সিপিজে-র সাব-সাহারান আফ্রিকা অঞ্চলের প্রতিনিধি মুথোকি মুমো বলেছেন, ‘কোন প্রতিবেদনকে তাদের বিরুদ্ধে মনে করা হলে নিরাপত্তা বিভাগের কর্মীদের নির্বিচারে সাংবাদিক আটক করার নিয়মিত ধরনের সঙ্গে এ গ্রেপ্তারের বিষয়টি মিলে যায়।’

৭১ বছর বয়সী সালভা কির ২০১১ সালের জুলাই মাসে সুদানের বিভক্তির মাধ্যমে একটি স্বাধীন দেশ হিসেবে দক্ষিণ সুদানের জন্মে অবদান রেখেছিলেন।

সূত্র: এএফপি

বাবু/এসআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত