পিরোজপুরের কাউখালীর কৃষি ব্যাংক সংলগ্ন দেয়ালে ঝুলছে কয়েকটি হ্যাঙ্গার, ঝুলছে কিছু পুরনো ও আধা পুরনো কাপড়। উপড়ে লেখা রয়েছে মনিবতার দেয়াল। এক পক্ষ সেখানে তাদের অব্যবহৃত কাপড় রেখে যাচ্ছেন, অন্য এক পক্ষ সেগুলো নিয়ে তাদের প্রয়োজন মেটাচ্ছেন। দেশের বিভিন্ন স্থানের মত পিরোজপুরের কাউখালীকেও মিলেছে এমন চিত্র। আর সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়ানোর এই মহান কর্মযজ্ঞের নাম দেয়া হয়েছে ‘মানবতার দেয়াল’।
স্থানীয়রা জানান, উদ্যোগটি ভাল। এ কাজে সাধ্য মতো সবাই অংশ নিলে গরীব অসহায় মানুষ অনেক উপকৃত হবে।
কাউখালীতে মানবতার দেয়ালের উদ্যোক্তা কাউখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন জানান, বাসায় বড় ও ছোটদের অব্যহৃত অনেক কাপড় পড়ে থাকে। সেসব যদি অসহায় ও অস্বচ্ছল লোকদের কাজে লাগে তাতে তো বিষয়টি ইতিবাচক। এছাড়া দেখা দেখি সমাজের বিত্তবানরাও যদি এই উদ্যোগে এগিয়ে আসে তাহলে নিম্মবিত্তদের বড় একটি অংশ উপকৃত হবে।
কাউখালী কৃষি ব্যাংক এলাকার বাসিন্দা মো. সাঈদ জানান, যারাই এই উদ্যোগ নিয়েছে বিষয়টি প্রশংসনীয়। এই উদ্যোগ আরও বেশি স্থানে ছড়িয়ে দিতে পারলে অনেক বেশি মানুষ উপকৃত হবে।
বাবু/এসআর