ঘন কুয়াশার কারণে সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে নদীতে কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এর আগে পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌ-দুর্ঘটনা এড়াতে ভোর সোয়া ৬টা থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ১৯ দিন ধরে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। প্রায় প্রতিদিন রাত থেকে পরদিন দিন অর্ধেক বেলা পর্যন্ত ফেরি বন্ধ থাকে। বিশেষ করে মাঝ নদীতে ফেরি আটকে পড়ায় তীব্র শীত ও কুয়াশায় দুর্ভোগ পোহাতে হয় যাত্রী ও যানবাহনের চালকদের।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন বলেন, সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর সকাল সাড়ে ১০টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বর্তমানে এই নৌরুটে ১২টি ফেরি চলাচল করছে।
-বাবু/এ.এস