শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
শীতার্তদের পাশে জবি ফিলোসোফি কালচারাল ক্লাব
তানজিল আহম্মেদ, জবি
প্রকাশ: শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩, ৭:১৯ PM
শীত মানে কারো কাছে রং বাহারীর পোশাক গায়ে জড়ানো আবার কারো কাছে বেচে থাকার লড়াই। শীতে যেমন আছে মজা তেমন আছে কষ্ট। যারা ফুটপাতে খোলা আকাশের নিচে শুয়ে রাত্রি যাপন করে তারা শীতের স্নিগ্ধতা উপভোগ করতে পারেনা। তাদের কাছে শীতের কনকনে ঠান্ডায় জীবন বাচানোটাই মূল লক্ষ্য হয়ে ওঠে। তারই ধারাবাহিকতায় “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য ” এই স্লোগান নিয়ে প্রচণ্ড শীত ও ঘণ কুয়াশায় উপেক্ষা করে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক, লক্ষ্মীবাজার, সদরঘাটসহ বিভিন্ন স্থানে অসহায়, দুস্থ, শীতার্তদের মাঝে কম্বল, শীতের জ্যাকেট, স্যুয়েটার, ফুল হাতা টিশার্ট, ট্রাউজার ও মাফলারসহ বিভিন্ন ধরনের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিলোসোফি কালচারাল ক্লাবের উদ্যোগে শুক্রবার সকাল সাড়ে ৭টায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উদ্বোধনী অনুষ্ঠানে ক্লাবের মডারেটর সহকারী অধ্যাপক মো. জসিম খান বলেন, খেটে খাওয়া ছিন্নমূল মানুষেরা বিভিন্ন জায়গায় অসহায়ের মতো শীতের কষ্টে দিনযাপন করছে। শীতবস্ত্রের অভাবে অনেক কষ্টে রাত কাটায় তারা। শীতের রাতে তাদের অনেক কষ্ট হয়। তাই আমরা তাদের মাঝে শীত বস্ত্র দেওয়ার মাধ্যমে শীতের উষ্ণতা দেওয়ার চেষ্টা করেছি। তাদের সেবায় আমাদের এই আয়োজন।

জানা যায়, ফিলোসোফি ডিপার্টমেন্টের সহযোগিতায় পুরান ঢাকায় ২০০ জন শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। শীতের মৌসুমে এই কর্মসূচীর স্টক শেষ না হওয়া পর্যন্ত চলমান থাকবে বলেও জানা যায়৷ ক্লাবটির সাধারণ সম্পাদক মো. মামুন শেখ বলেন, শীতের তীব্রতায় গরিব ও দুস্থরা অনেক কষ্টে দিন কাটাচ্ছেন। যাদের পক্ষে শীতবস্ত্র কেনা সম্ভব হয় না এমন কিছু মানুষকে আমাদের পক্ষ থেকে শীতবস্ত্র দেয়া হয়েছে।

এসময় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি শিমু তালুকদার, সদস্য মো. খোরশেদ আলম, আলী আক্কাস, প্রাপ্তি বিশ্বাস এবং বিএনসিসি ক্যাডেট কর্পোরাল মো. নূরনবী।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত