বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫
রিক্সা পেয়ে আনন্দে পানিসম্পদ প্রতিমন্ত্রীকে জড়িয়ে কাঁদলেন অক্ষম বৃদ্ধ-প্রতিবন্ধী
জিহাদ রানা, বরিশাল
প্রকাশ: শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩, ৫:৪১ PM
পূর্বের দেয়া প্রতিশ্রুতি পালনের জন্য ছুটে গিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি। গত মাসের সফরে বরিশালে এসে বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রলীগ এর সাবেক সভাপতি রেজাউল ইসলাম বাপ্পী’র পিতা বীর মুক্তিযোদ্ধা মো. আলমগীর হোসেন এর মৃত্যুর খবরে গভীর শোক প্রকাশ করে বরিশাল সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ড এর নিউ সার্কুলার রোডস্থ ফরেষ্টার বাড়ী মসজিদ গলি এলাকায় গিয়ে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাতে যায়।

সেসময় ওই এলাকার বৃদ্ধ অসুস্থ ব্যক্তি সোহাগ ও দুই পা বিহীন প্রতিবন্ধী ইউসুফ পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি কে দেখে ছুটে গিয়ে তাদের দুঃখ দুর্দশার কথা জানিয়ে সংসার পরিচালনার জন্য ব্যবস্থা করে দিতে সাহায্য সহযোগিতা চেয়ে অনুরোধ জানায়। প্রতিমন্ত্রী তাদের বিষয় শুনে তাদের জন্য ব্যবস্থা করে দেবার প্রতিশ্রুতি প্রদান করেন।

এরপর একদিনের জন্য বরিশাল সফরে এসেই তার দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী দুই ব্যক্তির জন্য দুটি নতুন রিক্সা প্রদান করেন। যাতে করে অক্ষম এই দুই ব্যক্তি রিক্সার ভাড়া থেকে নিজেদের সংসার খরচ চালাতে পারে। ১৩ জানুয়ারি শুক্রবার সকালে এসে বরিশাল নগরীর ৩০টি ওয়ার্ডে ৫০০ করে এবং সদর উপজেলার ১০টি ইউনিয়নের প্রতিটিতে ১ হাজার করে কম্বল বিতরণ করেন। অনুষ্ঠানের উদ্ভোদন শেষে বরিশাল নগরীর ফরেস্টার বাড়ী জামে মসজিদ এ জুম্মার নামাজ আদায় করতে গেলে তাকে স্থানীয় মুসুল্লিগন সহ মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও ইমাম মুয়াজ্জিন তাকে ফুলেল শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে স্বাগত জানায়। 

তিনি মসজিদ উন্নয়নের জন্য দেড় লক্ষ টাকা প্রদান করেন। জুম্মার নামাজ আদায় করে স্থানীয় মুসুল্লিগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাৎ করে পূর্বের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী বৃদ্ধ অক্ষম সোহাগ ও দু পা-বিহীন প্রতিবন্ধী ইউসুফ অক্ষম এই দুই জনকে তার ব্যক্তিগত তহবিল থেকে দুটি রিক্সা উপহার প্রদান করেন। এসময় উপহার হিসেবে রিক্সা দুটি পেয়ে আবেগ আপ্লুত হয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রীকে জড়িয়ে ধরে আনন্দে কেঁদে ফেলে। এমন দৃশ্য স্বচক্ষে দেখে স্থানীয়রাও বরিশাল সদর আসনের সংসদ সদস্য পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্নেল, (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি'র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাবু/জেএম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত