শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
কুড়িগ্রামে পৃথক অভিযানে ৩ মাদক কারবারি গ্রেফতার
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩, ৭:১০ PM
কুড়িগ্রামে পৃথক দুটি অভিযানে ৫২ কেজি গাঁজা ও ৫৩ বোতল ইস্কাফসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, শনিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার ফুলবাড়ী উপজেলার ২নং শিমুলবাড়ী ইউনিয়নের চর শিমুলবাড়ী গ্রামে জনৈক হেলাল উদ্দিনের বাড়ির সামনে ভুট্টা খেতের ভেতরে চারটি চটের বস্তায় ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

সেইসাথে ফুলবাড়ীর নাওডাঙ্গা বড়াইকারি গ্রামের মাদক কারবারি শহিদুল ইসলাম (৩৫) ও গজের কুটি গ্রামের সুমনকে (৩৮) গ্রেফতার করে পুলিশ। অপরদিকে, একই রাতে ফুলবাড়ী থানার অপর অভিযানে শিমুলবাড়ি মিয়া পাড়া গ্রামের কুখ্যাত মাদক কারবারি হামিদুল ইসলামের (৪৫) বাড়ির ঘরের ভেতরে মাটির নিচে সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার ভেতর রক্ষিত ৫৩ বোতল ইস্কাফ ও সাদা পলিথিনের ভেতর থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে ফুলবাড়ী থানা পুলিশ এবং মাদক ব্যবসার অভিযোগে হামিদুল ইসলামকে পুলিশ গ্রেফতার করে। 

কুড়িগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত