ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে "বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইভটিজিং,মাদক,জুয়া,নারী নির্যাতন,বাল্য বিবাহ ও অপমৃত্যু প্রতিরোধে সচেতনতামূলক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ জানুয়ারি) বিকাল ৪ ঘটিকায় ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের উচাখিলা বাজারের পাট বাজারস্থ স্থানে এ বিট পুলিশিং সমাবেশে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইন-চার্জ পিএসএম মোস্তাছিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঁঞা (পিপিএম-সেবা)।
এছাড়াও উপস্থিতি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গৌরিপুর সার্কেল) সুমন মিয়া,উচাখিলা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল হাসান খাঁন সেলিম,কমিউনিটিং পুলিশিং এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হলুদ (সাবেক কমান্ডার), উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ প্রমুখ।
হাজারও মানুষের উপস্থিতিতে এ বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঁঞা বলেন,পুলিশ প্রশাসন,বিট পুলিশ ও জনগণের স্বতস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সমাজ থেকে সব ধরনের অপরাধ নির্মূল করা সম্ভব’। তিনি আরও বলেন, ‘বিট পুলিশে সকল দলের, সকল মতের, সকল পেশাজীবী মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তাহলেই পুলিশ ও বিট পুলিশিং কার্যক্রমে সফলতা আসবে। তাছাড়া মাদকের ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবেনা বলেও মন্তব্য করেন তিনি।
-বাবু/এ.এস