ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাতীয় শিক্ষাক্রম-২০২২ বিস্তরণ বিষয়ভিত্তিক উপজেলা পর্যায়ের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ জানুয়ারি) বিকাল ৫ টায় নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫ দিনব্যাপি এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়।
বিষয়ভিত্তিক বিভিন্ন প্রশিক্ষণ ক্লাসে সমাপনী বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোকাররম হোসেন। পরিদর্শন করেন, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক নূরুল আমিন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোর্শেদুল ইসলাম লিটন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এটিএম রেজাউল করিম সবুজ, নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওসার বেগম প্রমুখ।
বাংলা বিষয়ক প্রশিক্ষণ ক্লাসে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মাস্টার ট্রেইনার মোহাম্মদ শাহনেওয়াজ, মো. মোছা করিম, মো. কামরুল ইসলাম। প্রশিক্ষণার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, মো. সোহরাব হোসেন, প্রদীপ কুমার দাস, মো. জাকারিয়া, নাছিম আহমেদ, আমেনা বেগম, মিলি আক্তার প্রমুখ।
-বাবু/এ.এস