বিএনপির ১০ দফা দাবি বাস্তবায়ন ও বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৬ জানুয়ারি) সকাল ১১ টায় পৌর শহরের লালবাজার এলাকায় আখাউড়া উপজেলা ও পৌর বিএনপি এই কর্মসূচির আয়োজন করে।
উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন আব্দু মিয়া'র সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম ভুঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক সেলিম ভুঁইয়া, সদস্য সচিব আকতার খান উপজেলা যুবদলের সদস্য সচিব মহসিন মিয়াসহ অন্যান্যরা।
সমাবেশ শেষে লালবাজার রেল গেইট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এদিকে বিএনপির বিক্ষোভ কর্মসূচি ঘিরে পৌর শহরের সড়ক বাজারসহ আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন ছিল।
বাবু/এ.এস