খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ৫৫০ গ্রাম গাঁজাসহ আলী হোসেন (২৫ ) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।
সোমবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলার বর্ণাল ইউনিয়নের ৩নং ওয়ার্ড মুসলিম পাড়া এলাকায় মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া'র দিকনির্দেশনায় এসআই মজিবুর রহমান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আলী হোসেন স্থানীয় মৃত আবুল কাশেমের ছেলে।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে বর্ণাল থেকে গাঁজাসহ আলী হোসেন নামে ১ ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বাবু/জেএম